আখাউড়ায় উরসে আসা আরও এক ভক্তের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:০৬ এএম, ১১ আগস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা শহীদের মাজারে উরসে আসা আরও এক ভক্তের মরদেহ উদ্ধার করেছেন দমকল বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ নিয়ে এই ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। এ আগে বৃহস্পতিবার রাতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম শুক্রবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভক্তরা রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারের উরসে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেন আসলে রেলসেতুতে থাকা দুইজন কাটা পড়ে মারা যান। এছাড়া কয়েকজন সেতু থেকে পানিতে ঝাঁপ দেন। শুক্রবার সকালে দমকল বাহিনীর সদস্যরা সেতুর নিচ থাকে আরও একজনের মরদেহ উদ্ধার করেন।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।