রাঙ্গামাটিতে বন্যার পানিতে ডুবে মৃত বেড়ে ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১০ আগস্ট ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে জুনি চাকমা (৭) নামের আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এর আগে একই দিনে সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় কাওলা ত্রিপুরা (৪০), বঙ্গলতলী ইউনিয়নে রাহুল বড়ুয়া (১০) ও বাঘাইছড়ি পৌরসভা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে জুয়েল (৭) নামের তিনজনের মৃত্যু হয়।

তার আগে ৫ আগস্ট নানিয়াচরে ছড়া পার হতে গিয়ে এক্ক্যোইয়া চাকমা (৮০) ও ৭ আগস্ট বরকল উপজেলায় নৌকা ডুবে সুমেন চাকমা (১৯) নামের আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে রাঙ্গামাটিতে বন্যার পানিতে ডুবে ছয়জনের মৃত্যু হলো।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে বন্যার পানিতে ডুবে তিনজনের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, বন্যার পানিতে একসঙ্গে এত মৃত্যু খুবই বেদনার।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।