হেলিকপ্টারে ঘুরলো এসএসসিতে ১২০০ নম্বর পাওয়া শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১০ আগস্ট ২০২৩

বগুড়া সদরে এসএসসি পরীক্ষায় ১২০০ নম্বর ও প্রাথমিকে বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিজ মাঠে এ আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষায় ১২০০ নম্বর ও প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেইসঙ্গে তাদের মিষ্টি খাওয়ানো হয়। এরপর টিএমএসএসের সহযোগী প্রতিষ্ঠান বিসিএল এভিয়েশনের হেলিকপ্টারে একেকবার চারজন করে ছয়বারে ২২ শিক্ষার্থীকে নিয়ে ঘুরিয়ে দেখানো হয় নিজ উপজেলা।

টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ৭৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ছে। তাদের মধ্যে ১৬ জন ১৩০০ নম্বরের মধ্যে ১২০০ নম্বরের বেশি পেয়েছে। এছাড়া চলতি বছর প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখা থেকে চারজন ট্যালেন্টপুলে ও দুজন সাধারণ শাখায় বৃত্তি পেয়েছে।

হেলিকপ্টারে ঘুরলো এসএসসিতে ১২০০ নম্বর পাওয়া শিক্ষার্থীরা

হেলিকপ্টারে করে ঘুরতে পারায় শিক্ষার্থীরা সবাই ছিল আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মো. আব্দুল্লাহ বলে, ‘অধ্যক্ষ স্যার আমাদের বলেছিলেন, তোমরা বৃত্তি পেলে হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানোর ব্যবস্থা করা হবে। আজ তাই হয়েছে। এতে আমরা সবাই চরম খুশি।’

এসএসিতে সব বিষয় মিলিয়ে মোট ১২৫৮ নম্বর পেয়েছে মাহামুদুল হাসান। সে বলে, ‘আকাশে ওড়ার স্বপ্নতো সবারই। আজ আমি উড়তে পেরেছি। আসলে এ অনূভুতি বলে শেষ করার নয়।’

টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। তাদের মনোবল আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।