আগৈলঝাড়া
স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর হলো প্রথম সিজার
বরিশালের আগৈলঝাড়ায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এক প্রসূতির সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমরারের মতো স্বপ্না বাগচীর (৩০) সিজার করা হয়। এতে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশনের দায়িত্ব পালন করেন গাইনি চিকিৎসক ডা. মশিউর রহমান, এনেস্থেসিয়া ডা. আনিচুর রহমান, মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, সিনিয়র নার্স মাধবী লতা রাজিব, শম্পা ভাণ্ডারী ও মাধবী গাইন।
নবজাতকের বাবা জটিল জয়ধর বলেন, বিনামূল্যে হাসপাতালে আমার স্ত্রী সিজার করা হয়েছে। স্ত্রী এবং সন্তান সুস্থ আছে।
উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, ১৯৭৪ সালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কোনো অপারেশন থিয়েটার না থাকায় এতদিন এ এলাকার লোকজনকে বরিশালে যেতে হয়েছে। এখন থেকে এই প্রতিষ্ঠানেই অপারেশন করা হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর প্রচেষ্টা ও আগৈলঝাড়া উপজেলার সন্তান স্বাস্থ্য সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।
শাওন খান/এমআরআর/এমএস