পটুয়াখালীতে ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৬ আগস্ট ২০২৩

পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে বেড়েছ জেলার নদ-নদীর পানি। শহরের পাশাপাশি জেলার বিচ্ছিন্ন চর ও দ্বীপ এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার দুপুর ১২টা পর্যন্ত) ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টা এমন আবহাওয়া বিরাজ করবে।

পটুয়াখালীতে ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

আরও পড়ুন: ভোলায় জোয়ারের পানিতে ১৫ গ্রাম প্লাবিত

এদিকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী ও কর্মজীবী মানুষরা। অনেকেই বৃষ্টিতে ভিজে কাজ করতে বাধ্য হচ্ছেন। এছাড়া জোয়ার এবং বৃষ্টির কারণে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।