ঘাটে পড়ে ছিল লুঙ্গি-গামছা, পুকুরে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০২৩

ফেনীতে তৌহিদুল ইসলাম তুহিন (৩০) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর শেখজী বাড়ির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

তুহিন সাদেক আলী ভূঞা বাড়ির মৃত আবুল বশরের ছেলে। তাকে বিয়ে করানোর জন্য পাত্রী দেখছিল পরিবার।

তুহিনের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন তুহিন। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে গোসল করতে বাড়ির সামনের পুকুরে যান তিনি। এক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় তাকে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: গর্তের জমা পানিতে ডুবে প্রাণ গেলো যমজ দুই ভাইয়ের

পরে ঘাটে লুঙ্গি গামছা পড়ে থাকতে দেখে পুকুরে নেমে খোঁজ শুরু করেন স্থানীয়রা। পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুহিন ‘মৃগী’ রোগী ছিলেন। রোববার সকালে জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।