পদ্মায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, মেলেনি নিখোঁজদের সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৬ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ থাকলেও উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি।

রোববার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা অঞ্চলের ডুবুরি কর্মকর্তা লেফটেন্যান্ট আলভী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান করা হবে। নদীতে স্রোতের কারণে নিখোঁজদের দেহ ভেসে যেতে পারে।

রোববার (৬ আগস্ট) সকাল থেকেই উদ্ধার অভিযানে অংশ নেন নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা বলেন, মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। সকালে তারা অভিযানে অংশ নেন।

শনিবার (৫ আগস্ট) রাতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ৪৬ যাত্রীর মধ্যে দুর্ঘটনার পর আটজনের মরদেহ উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এ ঘটনায় এখনো নিখোঁজ আছেন পাঁচজন।

ভারী বৃষ্টিতে বৈরি আবহাওয়ার কারণে রাত ২টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।