ঝালকাঠিতে সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৫ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে সাপের কামড়ে লিমা আক্তার (১২) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় ঘরের মাচা থেকে রান্না করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে সাপে কামড় দেয় তাকে।

লিমা উপজেলার মঠিবাড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ও মঠবাড়ি গ্রামের লিটন হাওলাদারের বড় মেয়ে।

ছাত্রীর চাচা রাকিব হোসেন রাজ্জাক সাপে কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার আওয়ামী লীগ নেতা দেলোয়ার খলিফা জানান, ঘরের মাচা থেকে রান্না করার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওই ছাত্রীকে কামড় দেয় সাপ। বিষয়টি ওই ছাত্রী ও তার পরিবার প্রথমে গুরুত্ব দেয়নি। পরে সে নিস্তেজ হয়ে পড়লে বিভিন্ন ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার বলেন, ওই কিশোরীর জানাজায় অংশ নিয়েছি। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আমির হোসেন বলেন, শুক্র ও শনিবার এ দুদিনে জরুরি বিভাগের রেজিস্ট্রারে সাপের কামড়ে মৃত্যুর কোনো তথ্য নেই। এ বিষয়ে কিছু জানি না।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।