লাইভে এসে মাদক সেবন, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৪ আগস্ট ২০২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক লাইভে এসে মাদক সেবন করেছেন ইসমাইল হোসেন নয়ন (৩৮) নামের এক যুবক। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন নয়ন চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে।

ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম কাঁচাবাজারে বসে ফেসবুক লাইভে আসেন ইসমাইল হোসেন। এক পর্যায়ে তিনি মাদক সেবন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গালমন্দ ও নেতিবাচক কথা বলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হলে নয়নকে আটক করা হয়। দুপুরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, লাইভে এসে মাদক সেবন করায় ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।