জন্মদিনে উপহার পেলো বরগুনার ২৫৯৩ শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ আগস্ট ২০২৩

বরগুনার আমতলী উপজেলার দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫টি গ্রামের তালিকাভুক্ত ২ হাজার ৫৯৩ শিশুর মাঝে জন্মদিনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপহার হিসেবে প্রত্যেক শিশুকে একটি করে বালতি, ১২টি কলম, ১২টি রং পেন্সিল, দুটি স্যাভলন সাবান, এক প্যাকেট কাপড় ধোয়ার গুড়া সাবান ও একটি বিছানার চাদর দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বেসরকারি সংস্থা এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের আমতলী অফিস এ উপহার সামগ্রী বিতরণ করে।

এ উপলক্ষে আমতলী উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম।

আমতলী উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন ফকির ও ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিসের ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ সভায় বক্তব্য দেন।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।