পুলিশের গাড়ি থামিয়ে ‘গোলাগুলি’, সাজাপ্রাপ্ত আসামি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৩ আগস্ট ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া সেতু এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত দুইটায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশীয় একটি বন্দুক, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা করা হয়।

নিহত সাজেদুল হাসান ওরফে মুন্না (৩৩) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মাঈন উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলার আসামি।

চকরিয়া থানা পুলিশ জানায়, বুধবার দিনগত রাত দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কে টহল দিচ্ছিল। এ সময় হারবাং ছড়া সেতুতে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন পুলিশের গাড়ির গতিরোধ করে। পুলিশ অটোরিকশা থেকে নামতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কাইছার হামিদ জানান, নিহত ব্যক্তির পিঠে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মূলত মোটরসাইকেল আরোহীরা ডাকাত ছিল। পুলিশের সঙ্গে ডাকাত দলের অন্তত ১০ থেকে ১২টি গুলি বিনিময় হয়। এতে একজন ডাকাত নিহত হন। মৃতের বিরুদ্ধে ডাকাতির কোনো মামলা নেই। তবে একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলার আসামি ছিলেন নিহত যুবক।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।