কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লায়
প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০১ আগস্ট ২০২৩

কুমিল্লার লাকসামে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রী দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃতরা হলো, ওই এলাকার সহিদুল ইসলামের মেয়ে নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাবিলা আক্তার (১৪) ও তার ছোট বোন নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা মিলি (৯)।

স্থানীয়রা জানায়, সহিদুল ইসলাম তার ব্যবসার সুবাদে নরসিংদী শহরে পরিবার নিয়ে বসবাস করেন। কোরবানির ঈদে তারা গ্রামের বাড়িতে আসে। দুপুরে ঘরের পাশে দুবোন খেলধুলা করছিল। একপর্যায়ে নাবিলা ও মিলিকে না দেখায় পরিবারের লোকজন তাদের খোঁজ করেন। দীর্ঘ সময় খোঁজার পর বিকেলে তাদের বাড়ির পাশের পুকুরে দুই বোনের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে লাকসামে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাফুজ বলেন, স্থানীয়দের মাধ্যে বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।