দীর্ঘদিন ছাত্রকে বলাৎকার, মাদরাসাশিক্ষক কারাগারে
কুমিল্লার লাকসামে শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শরীফুর রহমান খন্দকার (৬০) নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শরীফুর রহমান উপজেলার খন্দকার আজগরা ইউনিয়নের বড়বাম এলাকার মদিনাতুল উলুম জামিয়া বড়বাম নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক ও শিক্ষক।
লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মাকছুদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয় বড়বাম মদিনাতুল উলুম জামিয়া নুরানি হেফজ মাদরাসায় গত তিন বছর ধরে ওই ছাত্র পড়ালেখা করছে। ওই ছাত্রকে শরীফুর রহমান প্রতিদিন সন্ধ্যায় তার মোটরসাইকেলযোগে লাকসাম বাইপাস খন্দকার মার্কেটের চারতলার নিজ রুমে নিয়ে যেতেন। পরে পাশবিক নির্যাতন চালাতেন। প্রতিদিনের মতো গত ২২ জুলাই সন্ধ্যায় ওই শিশুকে সেখানে নিয়ে আবারও বলাৎকার করেন। পরে শিশুটি বাড়িতে পালিয়ে এসে পরিবারকে বিষয়টি জানায়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শরীফুর রহমানকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাকছুদুর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস