শিবগঞ্জে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০১ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দাড়িদহ ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করেন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

নামাজের ইমমাতি করেন দাড়িদহ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তরিকুল আলম খাঁন। নামাজের পর বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক এমপি অধ্যক্ষ মাও. শাহাদাতুজ্জামান।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, বর্তমানে প্রচণ্ড গরম। এই গরমে আমরা অতিষ্ঠ। বৃষ্টি না হওয়ায় আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। নিজেরা অসুস্থ হয়ে যাচ্ছি। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাযিল করেন, এটিই আমাদের প্রত্যাশা।

এর আগে সোমবার স্থানীয় কয়েকটি মসজিদে দাড়িদহ ঈদগাহ মাঠে বৃষ্টি প্রার্থনায় নামাজের ঘোষণা দেন মুসল্লিরা।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।