সুলতানের চিত্রকর্ম নিয়ে গবেষণা করা উচিত : ডেপুটি স্পিকার


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৮ মার্চ ২০১৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, যে জাতি গুণীর মূল্যায়ন করেনা, সে জাতি উন্নয়ন করতে পারে না। জাতির জনক বঙ্গবন্ধু কৃষকদের নিয়ে যেমন ভাবতেন, তেমনি শিল্পী সুলতানের তুলির আঁচড়েও কৃষকদের ছবি ফুটে উঠতো।

বৃহস্পতিবার বিকেলে নড়াইলে সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িযে মেলার উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শত দুঃখ কষ্টের মধ্যে থেকেও এই মানুষটি তার চিত্রকর্মের মধ্য দিয়ে দেশকে বহির্বিশ্বে পরিচিতি ঘটিয়েছেন। জীবিত সুলতানের চেয়ে মৃত সুলতান অনেক বেশি শক্তিশালী। তার চিত্রকর্মই একদিন এ কথা প্রমাণ করে দেবে। স্বপ্নের পদ্মাসেতু নির্মিত হয়ে গেলে নড়াইলের উন্নয়নের চিত্রও ফুটে উঠবে। সুলতানের লালিত স্বপ্নের ফসল শিশুস্বর্গ একদিন শিশুদের সুকুমারবৃত্তি চর্চার পীঠস্থান হয়ে উঠবে।

তিনি দাবি করেন, এই গুণী শিল্পীর চিত্রকর্ম নিয়ে গবেষণা করা উচিত।

Spiker

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ। আরো বক্তব্য দেন সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ড.সুশান্ত কুমার অধিকারী, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান প্রমুখ।

শিল্পী এসএম সুলতানের জন্মদিন ১০ আগস্ট। বেঁচে থাকলে তার বয়স হতো ৯৩ বছর। তিনি নেই, তার ৯১তম (দুই বছর পালিত না হওয়ায়) জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে।

Spiker

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এর পৃষ্টপোষকতায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের এ মেলার আয়োজন করেছে।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, সাইকেলিং প্রতিযোগীতা, চিত্রাঙ্কান প্রতিযোগীতা, চিত্র প্রদর্শনী, ভলিবল প্রতিযোগীতা, হা-ডু-ডু, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌঁড়, আলোচনা সভা, সুলতান পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

হাফিজুল নিলু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।