গরু চরাতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ২৯ জুলাই ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরে বিষাক্ত সাপের কামড়ে মালেকা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের দুর্গম টুনুর চরে এ ঘটনা ঘটে।

মালেকা ওই এলাকার হরকার বাড়ির আলাউদ্দিন হরকারের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন ও তাজিয়া বেগম জানান, সকালে মালেকা দুর্গম চরে গরু চরাতে যান। এসময় তার ডান পায়ে একটি সাপ কামড় দেয়। বাড়ি ফিরে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তখনো সাপের কামড়ের স্থান থেকে রক্ত বের হচ্ছিল। দ্রুত পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, সাপে কাটা রোগীকে হাসপাতাল মৃত অবস্থায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মরদেহ নিয়ে চলে গেছেন।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।