জিপিএ ৪.৯৩
৫৬ বছরে এসএসসি পাস করলেন ইউপি মেম্বার
রাজশাহীতে ৫৬ বছর বয়সে এসএসসি পাস করছেন শফিকুল ইসলাম নামের এক ইউপি মেম্বার। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কেশরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট থেকে (এসএসসি সমমান) অংশ নিয়ে জিপিএ ৪.৯৩ অর্জন করেছেন তিনি।
শফিকুল ইসলাম জেলার মোহনপুর উপজেলার ১ নম্বর ধূরইল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার।
তিনি বলেন, ‘যখন আমার শিক্ষার বয়স ছিল তখন পরিবারে অনেক সমস্যা ছিল। অভাবের কারণে বাবা পড়াতে পারেননি। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। অনেকেই আমাকে ভালোবাসেন। আমি পরপর দুবার ইউপি মেম্বার নির্বাচিত হয়েছি। কিন্তু আমরা মনের মধ্যে এক ধরনের নেশার মতো কাজ করছিল যে আমি এসএসসি পরীক্ষা দেবো।’
অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করেছি উল্লেখ করে ইউপি মেম্বার শফিকুল ইসলাম বলেন, ‘সারাদিন পরিষদের কাজ করে রাতে বাড়িতে এসে পড়াশোনা করেছি। গতবছর প্রথম এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তবে বৃত্ত ভরাটে ভুল হওয়ায় বাংলা বিষয়ে ফেল আসে। তবুও আমি ভেঙে পড়িনি। আবার পড়াশোনা করে এবার বাংলায় পরীক্ষা দিয়ে আমি এসএসসি পাস করেছি।’
তিনি বলেন, ‘আমি মনে করি ইচ্ছাশক্তি এবং সাধনা থাকলে বয়স কোনো বাধা নয়; চেষ্টা থাকলেই সফলতা আসবেই। আমি আমার জায়গায় চেষ্টা করেছি। আমার তিন ছেলেমেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। আমি নিজের চেষ্টাতেই পড়াশোনা শেষ করেছি।’
এ বিষয়ে ধূরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘এই সাফল্য শুধু একজন ইউপি মেম্বারের নয়, এটা আমাদের পুরো ইউনিয়নের সাফল্য। তার এই বয়সে এসএসসি পাস তরুণদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে। খুব শিগগির আমরা ছোট পরিসরে হলেও তাকে সংবর্ধনা দেবো।’
সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম