সৈকতে নেমে মারা যাওয়া সেই নাবিল পেলো জিপিএ-৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২৩

সৈকতে গোসলে নেমে মারা যাওয়া সেই নাবিল শাহরিয়ার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ফলাফল হাতে পাওয়ার পর তার বড় ভাই লাবিব শাহরিয়ার শিয়াম বিষয়টি জানিয়েছেন।

নিহত নাবিল কলাপাড়া পৌরশহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে গত ৩০ জুন ঈদের ছুটিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাস্বার ইউনিয়নের চরগঙ্গামতি এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে সমবয়সী পাঁচ/ছয়জন ও পরিবারের সদস্যদের সঙ্গে সৈকতে গোসল নেমে বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয়। পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবার।

নিহত নাবিলের বড় ভাই লাবিব শাহরিয়ার শিয়াম জাগো নিউজকে বলেন, আমার ভাই কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী ছিলো। মামার বাসায় থেকে সে লেখাপড়া করতো। এসএসসি পরীক্ষা দিয়ে নানা বাড়িতে গেলে সাঁতার না জানায় সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

নাবিলের মামা আব্দুল হানিফ জাগো নিউজকে বলেন, নাবিল মেধাবী শিক্ষার্থী ছিল। এ দুর্ঘটনাটা তাদের পরিবারকে চূর্ণবিচূর্ণ করে দিলো।

আসাদুজ্জামান মিরাজ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।