দু’দলের সমাবেশ

ছুটির দিনে মহাসড়কে যানবাহনের দীর্ঘ অপেক্ষা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৮ জুলাই ২০২৩

পবিত্র আশুরা উপলক্ষে টানা দুদিনের ছুটির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্যদিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা বেশি। কিন্তু নারায়ণগঞ্জ অংশে যানবাহন সংকট দেখা দিয়েছে। যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।

শুক্রবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়, মৌচাক, সাইনবোর্ড এলাকা ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

তবে এখনো পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। নির্দিষ্ট সময় পরপর যানবাহন গন্তব্যস্থলে ছুটছে। এদিকে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।

jagonews24

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি

জাহাঙ্গীর হোসেন নামের এক যাত্রী বলেন, জরুরি কাজে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে প্রায় এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসের দেখা মেলেনি। কখন বাস পাবো জানি না।

বিল্লাল হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, টানা দুদিন ছুটি পাওয়ায় পরিবার নিয়ে ভ্রমণে বের হয়েছি। কিন্তু সকাল থেকে তেমন যানবাহন পাচ্ছি না। অন্য দিনের তুলনায় আজ যানবাহন অনেকটাই কম দেখা যাচ্ছে।

jagonews24

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক। তবে কি কারণে যানবাহন কম চলাচল করছে তা আমার জানা নেই।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা আমাদের রুটিনমাফিক কাজ। এটি কোনো সমাবেশকে কেন্দ্র করে নয়। জনগণের সড়ক যাতায়াত করতে যেন কোনো প্রকার সমস্যা না হয় এজন্যই পুলিশ সতর্ক অবস্থানে আছে। তবে যানবাহন চলাচলে আমরা কোনো বাধা সৃষ্টি করছি না।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।