মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেলো চোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৭ জুলাই ২০২৩

নাটোরের বড়াইগ্রামে বিকাশে টাকা দিয়ে চুরি হওয়া তিনটি মিটার ফিরে পেয়েছেন গ্রাহক। মিটার ফিরে পেতে টাকা দাবি করেছিল চোর।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার আহমেদপুর বাসস্ট্যান্ডে হামজা রাইচ মিল, আইয়ুব আলী রাইচ মিল ও গণি অটোমেশিনারিজের তিনটি থ্রি ফেজের মিটার চুরি হয়। বৃহস্পতিবার সকালে মিলের কর্মচারীরা চুরি হওয়া মিটারগুলো খুঁজতে গিয়ে প্রতিটি মিটারের জায়গায় এক টুকরা কাগজ দেখতে পান। সেই কাগজে একটি মোবাইল নম্বর লেখা ছিল। চিরকুটে লেখা ছিল—‘মিটারগুলোর জন্য এ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন’।

পরবর্তী সময়ে মিলমালিকরা ওই নম্বরে যোগাযোগ করেন। তখন অপর প্রান্ত থেকে চুরি যাওয়া মিটার ফিরে পেতে ২০ হাজার টাকা দাবি করেন এবং সময় নির্ধারণ করে দেন।

মিলমালিক আইয়ুব আলী বলেন, কৌশলে ঠিকানা জানতে চাইলে বেশি কথা না বলার জন্য অনুরোধ করেন তারা। পরে বিকাশে তিনটি মিটারের জন্য ১২ হাজার টাকা নেওয়ার পর মিটারগুলো কোথায় রেখেছেন তা জানিয়ে দেন। পরে এ নম্বরে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, বিষয়টি নিয়ে তেমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।