ঢাকার বাইরে প্রথম ফেনীতে চালু হচ্ছে মহিলা বাস সার্ভিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৬ জুলাই ২০২৩

ফেনী শহরে নারীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন সেবার দ্বার। উদ্বোধনের অপেক্ষায় ফেনী পৌর মহিলা বাস সার্ভিস। আর মাত্র দুই থেকে তিনদিন পরেই পৌর এলাকায় সড়কে চলাচল করবে এ বাস।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিদিন ফেনীর বিভিন্ন উপজেলা থেকে শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন নানা কাজে শত শত নারীকে জেলা শহরে আসতে হয়। শহরে চলাচলের জন্য নারী-পুরুষ উভয়ের জন্য রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও গ্রিন টাউন বাস সার্ভিস আছে। তবে নারীদের জন্য নির্দিষ্ট কোনো পরিবহন সেবা ছিল না। ফলে শহরে নারী-পুরুষ একসঙ্গে বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হতো। অনেক সময় নারী ও পুরুষ একসঙ্গে যাতায়াতের ফলে নারীদের যৌন হয়রানিসহ নানা ধরনের অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যেতে হতো। বিষয়টি নজরে আসে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর।

jagonews24

চলতি বছর ফেনী পৌরসভার কনফারেন্স রুমে মতবিনিময় সভায় তিনি পৌর এলাকায় মহিলা বাস সার্ভিস চালুর ঘোষণা দেন। বাসের ড্রাইভার ও সহকারীও নারীই থাকবেন এমন চিন্তা ছিল। কিন্তু নারী চালক খুঁজে না পাওয়ায় প্রাথমিকভাবে পৌর এলাকার তিনটি রুটে নারী অ্যাসিস্ট্যান্ট দিয়ে চলাচল করবে তিনটি বাস।

পৌরসভার নির্ধারিত ভাড়ায় (এখনো ভাড়া নির্ধারণ হয়নি) ফেনী সদর হাসপাতাল থেকে মহিপাল, সালাহউদ্দিন মোড় থেকে লালপোল এবং ট্রাংক রোড থেকে ফেনী সদর হাসপাতাল রুটে চলাচল করবে এই বাসগুলো। পৌর মহিলা বাস সার্ভিসে কেবল নারীরাই যাত্রী হিসেবে উঠতে পারবেন। কোনো পুরুষ এ সেবা গ্রহণ করতে পারবে না।

মেয়রের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদা তাসনিম মীম। তিনি বলেন, পৌর মহিলা বাস সার্ভিস সেবার মধ্য দিয়ে সারাদেশের নারীদের জন্য একটি মাইলফলক সৃষ্টি করবে।

স্কুলশিক্ষিকা ফাহিমা আক্তার বলেন, নারীদের জন্য এমন সেবা দেশের প্রতিটি জেলা শহরে চালু করা প্রয়োজন। এর মাধ্যমে কমে আসবে যৌন হেনস্তাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা।

jagonews24

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, শহরে আগত মা-বোনদের জন্য পৌর এলাকায় চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিবহন ছিল না। নারী-পুরুষ একসঙ্গে চলাচলের কারণে নানা সময়ে মা-বোনদের অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যেতে হতো।

তিনি বলেন, বিষয়টি আমি অনুধাবন করে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সঙ্গে আলোচনা করি। তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান। এমপির পরামর্শক্রমে আগামী দু-তিন দিনের মধ্যেই শহরে চলাচল করবে পৌর মহিলা বাস সার্ভিস।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।