ধুনটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৩

বগুড়ার ধুনটে পৃথক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী (৩৮) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ ১৭ মামলা রয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মানবপাচার মামলায় জমির-তাসলিমা দম্পতি গ্রেফতার

পুলিশ জানায়, ইউসুফ আলী উপজেলার মাঠপাড়া গ্রামের সবুর আলী ছেলে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারের পর প্রতিবারই জামিনে মুক্তি পেয়ে নানা অপরাধের সঙ্গে জড়িতে পড়েন। এছাড়াও তার স্ত্রী সাবিনা ইয়াছমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা বিচারাধীন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আদালতের সাতটি গ্রেফতারি পরোয়ানামূলে এক দম্পতিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।