নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, তিনজনের জেল-জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৬ জুলাই ২০২৩

ফরিদপুরের বিভিন্ন নির্মাণাধীন ভবনে জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন সংশ্লিষ্ট দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান শহরের ঝিলটুলি ও নিলটুলি এলাকার নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিকের জরিমানা

এ সময় নির্মাণাধীন ভবনের বিভিন্নস্থানে পানি জমে ও ময়লা আবর্জনাযুক্ত পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি থাকার প্রমাণ মেলে। এ অভিযোগে ভবন মালিক হেলাল চৌধুরীকে পাঁচদিন ও কেয়ারটেকার রুবেল হোসেনকে চারদিনের কারাদণ্ড এবং কেয়ারটেকার মোতাহার হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত।

ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। ক্ষতিকর এই মশার বিস্তার ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।