‘আমাকে স্যার বলার দরকার নেই’ সাংবাদিকদের জামালপুরের ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৫ জুলাই ২০২৩
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামালপুরের নবাগত ডিসি ইমরান আহমেদ

নিজেকে স্যার বলে না ডাকতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

তিনি বলেন, আমাকে স্যার বলার দরকার নাই। আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমাকে ভাই বললেই বেশি খুশি হবো।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ কথা বলেন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক হলেও আমি একজন মানুষ। আমি কাজকে ভালোবাসি। এ জেলায় কাজ করতেই এসেছি। তাই আমাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমার দুয়ার আপনাদের জন্য সবসময় খোলা। যেকোনো সময় যেকোনো বিষয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে কালোকে কালো এবং সাদাকে সাদা বলবেন। অতিরঞ্জিত কোনোকিছু ছাপিয়ে মিডিয়া ট্রায়াল না করতে অনুরোধ জানাচ্ছি।

নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারি, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।