বরিশালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৫ জুলাই ২০২৩

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জালাল বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে বরিশাল বিভাগে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

নিহতের স্বজন রঞ্জুয়ারা বেগম বলেন, জালাল বেপারী সম্পর্কে আমরা তালুই হন। কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বর ছিল। অনেক বমি করেছে। শরীরে কোনো শক্তি ছিল না। ২৪ জুলাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গেছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ৭৩ জন। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৩ হাজার ৭৩২ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯২৬ জন।

শাওন খান/জেএস/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।