বনে ফিরে গেলো লজ্জাবতী বানর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৫ জুলাই ২০২৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় উদ্যানের গহীন অরণ্যে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বনবিভাগের সদস্যদের নিয়ে বানরটি অবমুক্ত করেন।

বনে ফিরে গেলো লজ্জাবতী বানর

মাহমুদুল হক মুরাদ জানান, সন্ধ্যার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদি আনসার ক্যাম্পের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপন্ন প্রাণী লজ্জাবতী বানরটি দেখতে পান আনসার সদস্যরা। সঙ্গে সঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জে খবর দেন। পরে সদর রেঞ্জ অফিসার সঙ্গীয় স্টাফসহ এটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে বুঝিয়ে দেন।

তিনি আরও বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রাত সাড়ে ১০টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে বানরটি অবমুক্ত করে দেওয়া হয়।

বনে ফিরে গেলো লজ্জাবতী বানর

রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক জানান, লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না। এরা রাতে চলাফেরা করে। তাই এটাকে রাতে অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই জাতীয় উদ্যানে এ নিয়ে চলতি বছরে তিনটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হলো বলেও জানান তিনি।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।