সোমেশ্বরী নদীতে দুই বালুবাহী নৌকার সংঘর্ষ, শ্রমিক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৩ জুলাই ২০২৩

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে বালুবাহী নৌকা ডুবে শামীম মিয়া (২০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। এসময় নদী সাঁতরে তীরে ওঠেন সাত শ্রমিক।

রোববার (২৩ জুলাই) সকালে সোমেশ্বরী নদীর কামারখালী এলাকায় দুটি বালুবাহী নৌকার সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস কর্মীরা।

নিখোঁজ শামীম মিয়া দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ডুবে যাওয়া নৌকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে বালু নিয়ে ফিরছিলেন তারা। এসময় আরেকটি বালুবাহী নৌকার ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। তখন নৌকায় থাকা আট শ্রমিকের মধ্যে সাঁতরে সাতজন তীরে ফেরেন। কিন্তু শামীম নদীতে তলিয়ে যান।

ফায়ার সার্ভিসের দুর্গাপুর স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, দুই বালুবাহী নৌকার সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। এতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই উদ্ধার অভিযান চালানো হবে।

এইচ এম কামাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।