খুলনা মেডিকেল আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শেফালী নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুমেক হাসপাতালে দুইজনের মৃত্যু হলো।
এর আগে সোমবার (১৭ জুলাই) রাতে একজন মারা যান।
আরও পড়ুন: খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু
রোববার (২৩ জুলাই) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। মোট চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।
আলমগীর হান্নান/জেএস/এমএস