বাগেরহাট
রান্নাঘর সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বড়গুণি গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন- ওই গ্রামের আসাদ শেখ ও মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা।
আরও পড়ুন: টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
স্থানীয়রা জানান, আসাদ শেখের ঘর সংস্কারের কাজ করছিলেন নাসিম মোল্লা। কাজের প্রয়োজনে চালার ওপরে থেকে ঘরের একটি বাল্ব খোলার চেষ্টা করেন নাসিম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন গৃহকর্তা আসাদও। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
আরএইচ/এমএস