ইউপি সদস্যর বিরুদ্ধে পাউবোর জায়গা দখলের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২২ জুলাই ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করার অভিযোগ উঠেছে। ভাঙ্গুড়ার সদর ইউনিয়নের নৌবাড়িয়া চারমাথা এলাকায় পাউবো বাঁধে এ দখলদারিত্ব চলছে।

জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য ৮০’র দশকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে রাজশাহীর চারঘাট পর্যন্ত বাঁধ নির্মাণ করে পাউবো। পাশের মাটি কেটে বাঁধটি নির্মাণ করায় সেখানে খাল সৃষ্টি হয়। সেই খাল দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। সেখানেই গত সপ্তাহখানেক ধরে পাউবো বাঁধের সেসব জায়গা দখল করে বালু ভরাটের কাজ শুরু করেছেন অনেকে। এদের মধ্যে ভাঙ্গুড়ার নৌবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য স্বপন হোসেন, হুমায়ূন আহমেদ, ফরিদ আলী, শামসুল হক ও আক্কাস আলী রয়েছেন।

আরও পড়ুন: সুদের টাকা দিতে না পেরে গ্যাসের ওষুধ সেবন, যুবকের মৃত্যু

পাউবোর খাল দখলকারীদের কয়েকজন বলেন, আমরা জায়গা কিনে বালু ভরাট করছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের লোকজন দেখে গেছে।

তবে ইউপি সদস্য স্বপন হোসেনকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, বিষয়টি তিনি জানে না। তবে খোঁজ নিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।