ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:১৮ এএম, ২২ জুলাই ২০২৩

ঝালকাঠি সদরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১৩

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশত যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ১৩ জনের মরদেহ পাওয়া যায়।

নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

ওসি নাসির উদ্দিন বলেন, বাসের মধ্যে কী পরিমাণ লোক আটকে আছেন তা বলা যাচ্ছে না। এখন বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।