সিলেটে এবারও সমাবেশের অনুমতি পেলো না জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২১ জুলাই ২০২৩
ফাইল ছবি

এবারও সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে দ্বিতীয়বার ঘোষণা দিয়েও সমাবেশ করতে পারেনি জামায়াত ইসলামী।

দলের আমির ও যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শুক্রবার (২১ জুলাই) সিলেট রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশ করার কথা ছিল জামায়াত। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এবারও তারা সমাবেশে করতে পারেনি।

আরও পড়ুন: ২১ জুলাই ফের জনসভার ঘোষণা সিলেট জামায়াতের

১৫ জুলাই একই কারণে সমাবেশ না করতে পেরে জামায়াত শুক্রবার বাদ জুমা ফের সমাবেশের ডাক দিয়েছিল জামায়াত। সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত ৫ জুলাই মহানগর পুলিশ কমিশনার বরাবরে লিখিত আবেদন করেন সংগঠনটি। তবে ‘নাশকতার আশঙ্কায়’ ওই সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। দ্বিতীয় দফায় একই জায়গায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এবারও অনুমতি মেলেনি। তবে এবার ‘ব্যর্থ’ হয়ে আর কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি।

১০ দফা দাবিতে শুক্রবার দুপুরে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে সিলেটে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে ‘শিগগির’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

আরও পড়ুন: সিলেটে জনসভার অনুমতি মেলেনি, সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জাগো নিউজকে বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা আছে। তাই অনুমতি দেওয়া হয়নি। একই কারণে এর আগেও তাদের অনুমতি দেওয়া হয়নি।

ছামির মাহমুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।