ঢাকা থেকে জ্বর নিয়ে গেলেন গাইবান্ধা, পরীক্ষায় ধরা পড়লো ডেঙ্গু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২৩
ফাইল ছবি

শরীরে জ্বর নিয়ে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি ঢাকা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়িতে আসেন। পরে স্বাস্থ্য পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গুর সংক্রমণ পাওয়া যায়।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি জাগো নিউজকে এ তথ্য জানান।

আশরাফুল ইসলাম উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আক্রান্ত ব্যক্তির স্বজনরা জানান, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থানকালে আশরাফুল জ্বর অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা থেকে বাড়িতে আসেন। সোমবার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্ত রোগীকে আলাদাভাবে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শামীম সরকার শাহীন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।