ফেলে যাওয়া গামছায় মিললো সাড়ে ৩ কেজি সোনা
যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। তবে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেলে জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক এলাকা থেকে পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো সোনার বারগুলো জব্দ করা হয়।
খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, গোপন খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে ধাওয়া করলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যান তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, গামছায় মোড়ানো ছিল সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস সোনার বার। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। জব্দ সোনার বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।
মো. জামাল হোসেন/এসজে/জিকেএস