চাঁদপুরে কাউন্সিলর প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৭ জুলাই ২০২৩

চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সবকটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এছাড়াও নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। যদিও ইভিএমে ভোটগ্রহণের ফলে ভোট দিতে বিলম্ব হওয়ার অভিযোগ করেন নারী ভোটাররা।

অন্যদিকে বেলা সাড়ে ১১টায় ছেঙ্গারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে পৌর ১ নম্বর ওয়ার্ডের ছেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১ নম্বর ওয়ার্ডের টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী সবুজ ও ঢেঁড়স প্রতীকের প্রার্থী সোলাইমান ফরাজী রতনের কর্মী সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এতে দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঢেঁড়স প্রতীকের কর্মীরা টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী সবুজের কর্মীদের ওপর হামলা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সংঘর্ষের প্রায় ২০ মিনিট পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

আরও পড়ুন: বেনাপোল পৌরসভায় নারী ভোটারের উপস্থিতি বেশি

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চাঁদপুরের ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে একটি কেন্দ্রে কিছুটা উত্তেজিত পরিবেশের সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে ভোটের স্বাভাবিক পরিবেশ বজায় আছে।

তিনি আরও বলেন, কোথাও কোনো সমস্যা হলে ৩ মিনিটের মধ্যে পুলিশ পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এছাড়াও যারা নির্বাচনে বিঘ্ন তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সব কেন্দ্রেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটারদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

নজরুল ইসলাম আতিক/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।