ফেনীতে ট্রান্সফরমার চুরির মূলহোতাসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৭ জুলাই ২০২৩

ফেনীর দাগনভূঞায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মূতহোতাসহ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া ৬টি ট্রান্সফরমারসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা নোয়াখালী সেনবাগ উপজেলার মাহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে জসিম উদ্দিন (৪০), সুধারাম থানার লালপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. কামাল (৩১), একই থানার শালিপুর গ্রামের ঈসমাইলের ছেলে সিএনজিচালক ইলিয়াস (২৬), ভোলার বোরহান উদ্দিন থানার চরআলগী ইউনিয়নের দেয়ালা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. খোকন (৩৫), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসুদিহাত গ্রামের মো. আবুল বাশারের ছেলে সবুজ (২৭), ভাঙ্গারি ব্যবসায়ী মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী সুধারামপুর থানার ধর্মপুর গ্রামের আবু তাহেরের ছেলে বোরহান উদ্দিন (২৮)।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ভাই-বোন খুন, চাচিসহ তিন চাচাতো ভাই গ্রেফতার

পুলিশ জানায়, সম্প্রতি চোর চক্রের সদস্যরা রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও সিলোনীয়াসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের দাগনভূঞা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম রাশেদুল ইসলামসহ একাধিক কর্মকর্তা বাদী হয়ে থানায় পৃথক সাধারণ ডায়েরি করেন। যার সূত্র ধরে পুলিশ রোববার রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতাররা দাগনভূঞা, সোনাগাজী, সেনবাগ, সোনাইমুড়ি এলাকায় ট্রান্সফরমার চুরি করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। পরে সেখান থেকে ঢাকার মিটফোর্ড এলাকায় বিক্রি করতো।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, মামলার আসামিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এসময় সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হোসাইন, দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।