কয়েলের আগুনে পুড়লো ভ্যানচালকের ৫ গরু-ছাগল
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গোয়ালঘরে দেওয়া মশার কয়েলের আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে তিনটি গরু ও দুইটি ছাগল।
রোববার (১৬ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার ভোরে পাইককান্দি গ্রামের মোতালেব মিয়ার গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল পুরে মারা গেছে। এসময় পাশের একটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত মোতালেব মিয়া জানান, ভ্যান চালিয়ে জীবিকানির্বাহের পাশাপাশি কয়েকটি গরু-ছাগল লালনপালন করতেন তিনি। আগুনে একসঙ্গে তিনটি গরু ও দুইটি ছাগল পুড়ে মারা যাওয়ায় তার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সৈয়দ শরাফত আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরে থাকা মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রুবেলুর রহমান/এমআরআর/জেআইএম