প্রতিবেশীর ঘর ঠিক করতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের
কুড়িগ্রামে প্রতিবেশির ঘর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. সবুজ মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত সবুজ কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কাঁচিচর নামা গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে। সে কাঁচিচর ডিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আহত দুজন ওই এলাকার মো. মাহমুদুল হাসান (১৬) ও ইব্রাহিম (১৪)। মাহমুদুল ইসলাম কুড়িগ্রাম সদর হাসপাতালে ও ইব্রাহিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আব্দুল হক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন প্রবাসী যুবক
স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় কয়েকজন মিলে নিহত সবুজের দাদা মো. কাচুয়া মামুদের থাকার ঘর ঠিক করতে যায়। ঘরের বেড়া ঠিক করার পর শুধু টিন চালের অংশটি সবাই কাঁধে নিয়ে হাঁটতে থাকে। এ সময় টিনের চালের ওপর থাকা বিদ্যুৎয়ের তার লিক হয়ে পুরো টিনের চালটি বিদ্যুতায়িত হয়।
এ অবস্থা কাঁধে রাখা টিনের চাল সবাই কাঁধ থেকে মাটিতে ফেলে দিলে টিনের চালের ভেতরে মো. সবুজ মিয়া, মাহমুদুল হাসান ও ইব্রাহিম আটকা পড়ে। এসময় পাশে থাকা লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে সবুজ মিয়ার মৃত্যু হয়। বাকি দুজন এখনো চিকিৎসাধীন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস