নোয়াখালীতে ইশরাকের গাড়িবহরে হামলা
নোয়াখালীর পদযাত্রায় যাওয়ার পথে সোনাইমুড়ীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।
সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন রনি অভিযোগ করে বলেন, গাড়িবহর সোনাইমুড়ী পার হওয়ার সময় থানার সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ শ্রাবণের নেতৃত্ব সশস্ত্র হামলা চালানো হয়।
এসময় ইটপাটকেল নিক্ষেপে আহত দুই ছাত্রদল কর্মীকে বেদম মারধর করা হয়। পরে তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন হামলাকারীরা। পরে পুলিশ এসে তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে বলেও দাবি করেন ছাত্রদল নেতা রনি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইলে বারবার কল দিলেও তারা রিসিভ করেননি।
তবে সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুজন দাবি করেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন জাগো নিউজকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এসময় আগুনে পুড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। কারা এ হামলা চালিয়েছেন তা জানা যায়নি।
হামলার নিন্দা জানিয়ে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম