সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৩ জুলাই ২০২৩

বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় ভেসে এসেছে একটি মৃত ডলফিন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়রা মৃত ডলফিন টিকে দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ডলফিনটিকে উদ্ধার করেছেন।

আরও পড়ুন: ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই কোনো পদক্ষেপ

শুভ সন্ধ্যা এলাকার জামাল হাওলাদার বলেন, সকাল ১০টার দিকে লঞ্চ ঘাট এলাকায় একটি মৃত ডলফিনকে ভাসতে দেখি। এটি প্রায় ৬ ফুট লম্বা হবে। ডলফিনের লেজের দিকে এবং গলার দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় সাগরের মাছ শিকার করা জেলেদের জালে পেঁচিয়ে এটার মৃত্যু হয়েছে।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বন বিভাগের একটি টিম ওখানে পাঠিয়েছি। কিভাবে ডলফিনটি মারা গেছে এখনই বলতে পারছি না। ডলফিনটিকে নিরাপদস্থানে মাটি দেওয়ার ব্যবস্থা করা হবে।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।