দেবরামপুর-মানিকপুর সড়ক
দুই কিলোমিটার অংশের বেহাল দশা, দুর্ভোগে ২০ হাজার মানুষ
ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোম্পানীগঞ্জের মানিকপুরের সড়কটির বেহাল দশা। তারপরও মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানায়, দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কোম্পানীগঞ্জের মানিকপুর সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চলতি বর্ষাকালে শিক্ষার্থীসহ স্থানীয়রা যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন। দাগনভূঞার দেবরামপুর, কোম্পানীগঞ্জের মানিকপুর, উদরাজপুর, মোহাম্মদ নগর গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে ওই কয়টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। খানাখন্দে ভরা রাস্তায় যানবাহনে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।
আরও পড়ুন: পাঁচ বছরেও শেষ হয়নি এক সড়কের কাজ, জনদুর্ভোগ চরমে
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটিতে মৌলভী শামসুল হক দাখিল মাদরাসা, দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানারা উচ্চ বিদ্যালয়, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। বর্ষার মৌসুমে সড়কটিতে পানি জমে থাকে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।
পথচারী ইমাম হাসান বলেন, খানাখন্দে ভরা সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। জনস্বার্থে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করলে চলাচলকারীরা উপকৃত হবে।
আরও পড়ুন: সড়ক কেটে উধাও ঠিকাদার, জনদুর্ভোগ চরমে
মাদরাসা শিক্ষক মুফতি আনোয়ার বলেন, রাস্তাটি সংস্কারের জন্য মৌলভী শামসুল হক দাখিল মাদরাসার পক্ষ থেকে লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।
জানতে চাইলে ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, সড়কটি দ্রুত মেরামত করতে উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মো. মাছুম বিল্লাহ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সড়কটি সংস্কারের জন্য জানানো হবে। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জেআইএম