প্রধান সড়কে ধানের হাট, ইজারাদারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১২ জুলাই ২০২৩

নওগাঁর মহাদেবপুরে প্রধান সড়কের ওপর হাট বসানোর অপরাধে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মহাদেবপুর উপজেলা সদরে সপ্তাহে বুধ ও শনিবার হাট বসে। এ হাটে অন্যান্য পণ্য ও পশু বেচাকেনার জন্য আলাদা স্থান রয়েছে। তবে হাটে বকের মোড় থেকে উপজেলা চত্বরে যাওয়ার প্রধান পাকা সড়কের ওপর দীর্ঘদিন ধরে ধানের হাট বসিয়ে আসছিলেন ইজারাদার। সড়কের ওপর সকাল থেকে বিকেলে পর্যন্ত ধান বেচাকেনা চলতো। এখানে চালকল মালিকের লোকেরা ধান কেনেন। সড়কের ওপর ধানের হাট বসায় যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল। এ কারণে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে ইজাদারকে ১০ হাজার জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত জাহান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।