সৈয়দপুর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১২ জুলাই ২০২৩

নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ উঠেছে।

বুধবার (১২ জুলাই) এক ইউপি মেম্বার ও কয়েকজন ঠিকাদারের কাছে ফোন করে নানা অভিযোগ তুলে টাকা দাবি করা হয়।

এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও ফয়সাল রায়হান।

তিনি বলেন, ‘সকাল থেকে কয়েকজনকে ফোন করে টাকা দাবি করা হয়। আমি এখন পর্যন্ত একজন ইউপি মেম্বার ও একজন ঠিকাদারের বিষয়ে জেনেছি। তাদের কাছে ফোন করে রাস্তার কাজ না হওয়ার কথা বলে টাকা দাবি করেছে।’

ইউএনও আরও বলেন, বিষয়টি জানতে পেরে থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে সবাই যেন সতর্ক থাকে। এমন কোনো কল পেলে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনাটি তদন্ত করা হবে।

রাজু আহম্মেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।