প্রবাসে পাড়ি দিয়েও অভাব ঘুচলো না নদীভাঙনে নিঃস্ব শাহাদাতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১২ জুলাই ২০২৩

সৌদি আরবে আল হুফুপ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (২৯) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) দুপুরে শাহাদাতের ছোট ভাই জামাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহাদাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নদীভাঙন কবলিত এলাকা নবীগঞ্জের শাহজাহান মাঝির ছেলে।

সৌদি আরবে কর্মরত শাহাদাতের সহকর্মীদের বরাত দিয়ে তার ভাই জামাল উদ্দিন জানান, ৮ জুলাই (শনিবার) ভোরে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত গুরুতর আহত হন। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে আইয়ুন নামে একটি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পর তাকে কিং ফাহাদ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তিনদিন পর হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামাল উদ্দিন বলেন, আমরা মেঘনা নদীভাঙন কবলিত এলাকার বাসিন্দা। নদীরভাঙনে আমরা নিঃস্ব হয়ে পড়েছি। পরিবারের অভাব ঘোচাতে ২০১৯ সালে আমার ভাই শাহাদাত সৌদি আরবে যান। ভাইয়া সেখানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ভাইয়ার মরদেহ দেশে আনতে আমরা সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ আমাদেরকে বিষয়টি জানায়নি। খোঁজ নিয়ে প্রবাসীর মরদেহ দেশে আনতে আমরা প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করবো।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।