বিএনপির সমাবেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে পুলিশের তল্লাশি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১২ জুলাই ২০২৩

এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকেই দূরপাল্লা বাস থেকে শুরু করে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনের ব্যাকডালাও তল্লাশি করা হচ্ছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

চিটাগাংরোড রোড থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে নীলাচল বাসে উঠেছেন আবুল হোসেন। তিনি বলেন, মৌচাক আসা মাত্রই পুলিশ বাস থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছে। তাদের কাজ তারা করেছে, এখানে আমাদের তো আর কিছু করার নেই।

jagonews24

রফিকুল ইসলাম নামের সোহাগ পরিবহনের এক যাত্রী বলেন, পুলিশ অন্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছে। তবে চেক করা শেষেই আমাদের ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা আমাদের রুটিনমাফিক কাজ। তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, এজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ এছাড়া কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কি-না সেটাও দেখা হচ্ছে৷

ওসি আরও বলেন, পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটা দেখা হচ্ছে। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এ তল্লাশি কার্যক্রম চলবে।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।