গাজীপুর

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভেঙে পড়লো মঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১০ জুলাই ২০২৩
ভেঙে পড়ার পর মঞ্চের সামনে চেয়ার বসিয়ে সমাবেশ শেষ করা হয়

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ ও বৃক্ষ রোপণ উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। এসময় মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি, কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ অন্য অতিথিরা অবস্থান করছিলেন। পরে মাটিতে চেয়ার বসিয়ে সমাবেশ সম্পন্ন করা হয়।

জানা গেছে, সোমবার (১০ জুলাই) সকালে কৃষক সমাবেশের জন্য কাপাসিয়া ধানবাজারে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়। সমাবেশ শুরু হলে ওই অস্থায়ী মঞ্চে আগত অতিথিরা তাদের নির্দিষ্ট আসনে বসতে থাকেন।

বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি মঞ্চে আসন গ্রহণ করেন। এর ছয়-সাত মিনিট পর মঞ্চটি মাঝখানে ভেঙে যায়। এসময় অতিথিরা ছোটাছুটি শুরু করেন। যদিও সমাবেশ আয়োজকদের দাবি, এ ঘটনায় কেউ আহত হননি।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতানউদ্দিন শেখ বলেন, মঞ্চের বাঁশগুলো পুরাতন ও দুর্বল হয়ে পড়ায় সেটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়। তবে কেউ আহত হয়নি।

আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভেঙে পড়লো মঞ্চ

উপজেলা কৃষক লীগ সভাপতি মো. সুলতানউদ্দিন শেখের সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জির সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি, সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, মো. মাকসুদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজম খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লায়ন মো. আহসান হাবিব।

সমাবেশ শেষে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব এলাকায় কুহু নামের বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রায় তিন হাজার ফলজ ও বনজ বৃক্ষরোপণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিমিন হোসেন রিমি।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।