মুরগির খামারে মিললো ১১০০ বোতল ফেনসিডিল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৯ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি মুরগির খামার থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (৯ জুলাই) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির খামার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রূপগঞ্জের ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং একই থানার লোকমান হাকিমের ছেলে এমদাদুল হক (২৮)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটকরা বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করতেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।