কর্মসংস্থান সৃষ্টিতে অসহায়দের ঘোড়া উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৯ জুলাই ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ ছয় পরিবারের কর্মসংস্থানের জন্য ঘোড়া উপহার দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বারী।

শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের অসহায় ছয় ব্যক্তিকে ঘোড়া উপহার দেন তিনি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিল্পপতি আফরোজা বারী বলেন, আমি চাই আমার এলাকার মানুষ ভালো থাকুক। সবাই কাজ করে পরিবার-পরিজন নিয়ে সুখে থাকুক। এ জন্যই অসহায় ও দুস্থ ছয় পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে ঘোড়া উপহার দিলাম। যাতে তারা নিজেরা কাজ করে খেতে পারে। আমার এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন: নীলফামারীতে আগুনে পুড়লো তিন দোকান

ঘোড়া উপহার পেয়ে ভাটি কাপাসিয়া গ্রামের লাল মিয়া বলেন, ঘরবাড়ি-জমি কয়েকবার ভেঙে নদীতে গেছে। এখন মানুষের জমিতে কাজ করা ছাড়া পরিবার চালাইতে পারি না। আজ আফরোজা বারী আপার দেওয়া ঘোড়া উপহার পেয়ে খুব খুশি। এই ঘোড়া দিয়ে গাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করতে পারবো। এখন আর কাজ না পেয়ে অভুক্ত থাকতে হবে না।

ঘোড়া বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরোজা বারী, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু মিয়া, কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আল্পনা রানী গোস্বামী, যুবনেতা শহিদুল ইসলাম রানা প্রমুখ। এতে ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শামীম সরকার শাহীন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।