নীলফামারীতে আগুনে পুড়লো তিন দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৯ জুলাই ২০২৩

 

নীলফামারীর জলঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ তিন পাইকারি মনিহারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৮ জুলাই) রাতে পৌর বাজারের মনিহারি পট্টিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বাজারের আজিজুল হক নামের এক পাইকারি মনিহারি দোকানের ইলেকট্রিক মিটারের আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরবর্তীতে নীলফামারী, ডোমার, ডিমলা, কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা যোগ দেয়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের দাবী আগুনে গোডাউনসহ তিনটি পাইকারি মনিহারি দোকানের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

Nilphamari3.jpg

আরও পড়ুন: শিশুর নাকের পর্দা ছিঁড়ে ফেলার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

ব্যবসায়ী আজিজুল হক বলেন, সবাই বলছে আমার দোকানের কারেন্ট থেকে আগুন লাগছে। আমি তো ছিলাম না জানি না। তবে আমার সব শেষ হলে গেলো। যা পুঁজি ছিল সব নষ্ট হয়ে গেছে।

রিফাত নামের আরেক ব্যবসায়ী বলেন, আমার দোকান ও গোডাউনসহ এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এখন পথে বসা ছাড়া উপায় নাই।

মনিরুজ্জামান মনির নামের এক প্রত্যক্ষদর্শী জাগো নিউজকে জানান, আনুমানিক সাড়ে ১১টার দিকে মিটারে আগুন লেগেছে। আমরা আমাদের দোকানের বৈদ্যুতিক লাইন অফ করে দিছি। কিছু বুঝার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

জলঢাকা ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন জাগো নিউজকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তদন্ত করে বিস্তারিত বলা যাবে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

রাজু আহম্মেদ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।