ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে রংমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ জুলাই ২০২৩

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে জসিম মিয়া (৩৮) নামে এক রংমিস্ত্রি খুন হয়েছেন।

শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জসিম ঢাকার কারওয়ান বাজারের রুহুল আমিনের ছেলে ও পেশায় রংমিস্ত্রি। বিয়ের পর বগুড়া শহরের চকলোমানে শশুরবাড়ি থাকতেন।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, চকলোকমান এলাকার রাব্বি নামের এক যুবকের সঙ্গে জসিমের ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে রাব্বি জসিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাব্বি ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বনানী ফাঁড়ির এসআই সাজ্জাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনও কেউ আটক হননি।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।